preloader
Jorury Bazar

Terms and Conditions

 Jorury Bazar – Terms & Conditions (শর্তাবলী)

১. ভূমিকা

এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের সকল শর্তাবলী মেনে নিচ্ছেন। শর্তাবলী পরিবর্তনের অধিকার Jorury Bazar সংরক্ষণ করে।


২. অ্যাকাউন্ট তৈরি ও দায়-দায়িত্ব

  • সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

  • অ্যাকাউন্টের ইউজারনেম/পাসওয়ার্ডের নিরাপত্তা ব্যবহারকারীর নিজের দায়িত্ব।

  • অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।


৩. অর্ডার নীতি

  • পণ্য উপলব্ধতা, মূল্য পরিবর্তন বা স্টক সমস্যার কারণে অর্ডার বাতিল করার অধিকার আমাদের রয়েছে।

  • অর্ডার কনফার্মেশন ফোন/ইমেইল/এসএমএসের মাধ্যমে জানানো হবে।


৪. মূল্য ও পেমেন্ট

  • সকল মূল্য ট্যাক্স/VAT ছাড়া বা সহ—যেভাবে প্রদর্শিত হয় তা গ্রহণযোগ্য হবে।

  • অনলাইন পেমেন্ট, মোবাইল ব্যাংকিং এবং ক্যাশ অন ডেলিভারি—পেমেন্ট পদ্ধতি উপলব্ধ থাকতে পারে।

  • ভুল মূল্য প্রদর্শন হলে Jorury Bazar অর্ডার বাতিল করতে পারবে।


৫. ডেলিভারি নীতি

  • ডেলিভারি সময় এলাকা ও পণ্যের উপর নির্ভরশীল।

  • কুরিয়ার বা ডেলিভারি পার্টনারের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয়।

  • ডেলিভারি চার্জ লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে।


৬. রিটার্ন ও রিফান্ড

  • আমাদের Return Policy অনুযায়ী ফেরত ও রিফান্ড করা হবে।

  • ভুল/ক্ষতিগ্রস্ত পণ্য প্রাপ্ত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে।


৭. নিষিদ্ধ ব্যবহার

ওয়েবসাইট ব্যবহার করে নিম্নোক্ত কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ—

  • ভুয়া অর্ডার করা

  • সাইট হ্যাকিং বা সিকিউরিটি লঙ্ঘনের চেষ্টা

  • অবৈধ বা ক্ষতিকর কনটেন্ট আপলোড করা

  • স্বত্বাধিকার লঙ্ঘন করা


৮. মেধাস্বত্ব (Intellectual Property)

এই ওয়েবসাইটের সকল কনটেন্ট—টেক্সট, ইমেজ, লোগো, গ্রাফিক্স—Jorury Bazar এর সম্পত্তি। অনুমতি ছাড়া কপি বা ব্যবহার নিষিদ্ধ।


৯. তৃতীয় পক্ষের লিংক

ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। সেই লিংকের কনটেন্ট বা কার্যক্রমের জন্য Jorury Bazar দায়ী নয়।


১০. দায়সীমা (Limitation of Liability)

My Cart
Cart Page
My Wishlist
Wishlist Page

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. Learn more

Allow